ঘুমোতে পারেনি কেউ
জেগে আছে অলীক স্বপ্ন নিয়ে এই দেশ
দেশের মানুষ
দীর্ঘ রজনী শেষেও আসেনি মাতানো খবর
মনে হয়, ওঁৎ পেতে বসে আছে পুরোনো শকুন
রাতজাগা পাখিরাও বিভোর থাকে ভোরের হাওয়ার
জোনাকি গুটিয়ে নেয় আলোর পিদিম
পূবের আকাশে হাসে রবির কিরণ
তবুও চারদিকে ঝুলছে অন্ধকার
নিখুঁত নিশানা তাক করে ধূর্ত শেয়াল।
আজান হাঁকে গয়েজউদ্দিন "আসসালাতু খইরুম মেনান নাউম"
তবুও ভাঙছে কবর, পীরের আস্তানা, পোড়াচ্ছে মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন বাদলের সমাধি
চলে কাওয়ালী বাওয়ালী গণবিয়ের বেশ্যাগিরি
পাগলায় দান-ধ্যানের রেকর্ড তবুও....
কে দেখাবে পথ?
কে জ্বালাবে আলোর পিদিম?
কার পিছে হেঁটে যাবে অযুত মানুষ?
আছো কেউ, আছো ছো ছো ্্্্্?
জাগাও, জাগাও দু'হাত, দেয়ালে ঠেকে গেছে পিঠ
এবার আগাতে হবে, আগাওওওওওওওও