মন ভালো নেই
আজকে আমার মন ভালো নেই
মনের ওপর অনেক প্রভাব, ফেলতে গিয়ে পাগল হবো তবু যেন না আসে গো লম্বা ছুটি
আর কিছুদিন এ তল্লাটে রোদ পোহাবো
সত্যি আমার ভাল্লাগা জন, হৃদয় বেদন চরকা কাটে
তারই জন্যে কাটাচ্ছি দিন বিষণ্ণতার গহীন জলে


আজকে আমার মন ভালো নেই
সকাল হলেই বৌদি গেলো আঁচল খুলে বাপের বাড়ি
মা বাপ হারা কোন জনমে, হয়েছিলাম নাই মনে নাই
পথই ছিলো আমার বাড়ি,আমার হাঁটার কূলকিনারা।


হঠাৎ সেদিন বৃষ্টিঝরা সন্ধ্যাকালে, চলছিল তার ভীষণ বিপদ ; দুর্ঘটনায় জীবন বাজি
আমার মতন বাঁধনহারা দেখতে পেয়ে চুপ থাকেনি
সেই হতে সে বৌদি হলো, মায়ের মতো আগলে রাখে
তাহার পুরুষ,ভাইটি বলেই জানছে আমায় তখন থেকে


আজকে আমার মন ভালো নেই
বৌদি গেলো বাপের বাড়ি তাতে আমার কী যায় আসে?
সঙ্গে গেলো তাহার বোনে, আরো আছে ভাইপো আমার
ভাল্লাগা সেই ভাইপোটিরে সঙ্গে নিলেই কষ্ট বাড়ে
আমার তো আর এই ধরাতে আপন বলে নেই কেহ নেই
বৌদি আমার ভাইটি আমার ভাইয়ের ছেলে বাপের মতন, চোখের আড়ে তাকায় যে জন, আমার কী আর কম সে যতন
__________________________
টুঙ্গিপাড়া,