বাজারে বার্তা পৌঁছে গেলো
এ'মাথা হতে ও'মাথায় আগুন!
আগুন! আগুন!
পালাও! পালাও!
কেউ খুব উল্লসিত
কেউ কেউ ভীত
কেউ হত বিহ্বল
সর্বস্বান্ত হয়ে পথে বসবার
সামান্য সময় আর।
ভাঙা রেকর্ড বাজছে রাস্তায়
বেজেই চলছে
কারো সাহস হয়নি বলার
এবার থামাও ভাই, থামাও
সময় হয়েছে থামার


মানুষ ছুটছে মানুষ,
যানবাহন পশুপাখি গাছপালা
সবই ছুটছে মরণপণ
আগুণ! আগুণ! বাজারে লাগছে আগুন!


আজ আর কেউ কারো প্রতিদ্বন্দী নয়
কেউ কারো আপন
পুড়ছে হৃদয়, কামাই রোজগার  
প্রেম আর পরিণয়
কেউ কারো নেভায় না ঘর
নেই কোন ফায়ার বিগ্রেড
মানবিক সরকার
আগুন সর্বগ্ৰাসী, পোড়ায় সকলকিছু
কে পাবে কোথায় আশ্রয়
এখনো থামো, হয়েছে এখন থামার সময়।


আগুন! আগুণ!
এ আগুন যুদ্ধের, মারী আর মড়কের
এ আগুন দ্রব্যমূল্যের, দস্যু দুর্বৃত্তের।