একি দেখছি? আগুন বুঝি লাগলো অথৈ
পুড়ছে দেখো ওই তো দাউ দাউ
চারদিকে বিভৎস চিৎকার
জল দাও, জল দাও-- এক ফোঁটা জল!
কে আসবে মেঘ হয়ে
বৃষ্টির জল হয়ে ?
স্বপ্নের বসতিসহ দেখো ওই
মানবতা পুড়ছে পৃথিবীর কোণায় কোণায়
মোহটাকে ঘিরেও লাগছে আগুন
অন্তর আর বাহির পুড়ে খাক্
আগুন দেখো লাগছে অথৈ--
পুড়ছে দেখো ওই তো দাউ দাউ।


পুড়ছে দেখো ওই তো দাউ দাউ
দামে আর যুদ্ধের আগুনে (রাশিয়া ইউক্রেনে)
হায় অবেলা! কে আর নেভায় আগুন?
যেই হাতে জল
সেই'ই তো আগুন হাতে দাঁড়িয়ে আছে
কথাদের যতসব অমৃত দিয়ে আর কী হবে?
এগোতে হবে চূড়ান্ত উদ্যোগে
আসবে কী কেউ
হ্যামিলনের যাদুর বাঁশি হাতে?
আগুন দেখো লাগছে অথৈ--