আজ আমার মন ভালো
আজ আমি ভোরের স্নিগ্ধতার টেলিগ্রাম
পাখির কলরব আর গয়েজউদ্দিনের
আযানের ধ্বনি পৌছে দেবো
তামাটে সূর্যের ওপারে


আজ আমি একা একা মধুমতী তীর ধরে হেঁটে হেঁটে
দেখে যাবো নিহত মাছেরা সব
সতর্ক বলাকার শিকারী চঞ্চল ঠোঁটে


আজ যা কিছু খুইয়েছি সবই আমার


বাইশ বছর পরে..........লখপুরে
প্রথম দেখেই তুমি মেঘে মেঘে বাড়ালে বেলা।
দু'হাতে তোমার ভালোবাসার নির্ঝাস নিয়ে বসে আছি
সত্যি, মন ভালো হলে
এ বসে থাকা বড্ড ভালো লাগে-


আজ আমার মন ভালো
আজ আমি ছোট বোনের দোলনা ঠেলা দেখবো
মায়ের কাছে মিহি সুরে আবদার জানাবো
আজ খুব প্রিয় হবো বউদি'র
আজ ঘোষেরঘাটের শিশুদের হৃদপিন্ডের খুব
কাছে টেনে দীর্ঘ চুমু খাবো -
উবু হয়ে প্রণাম জানাবো সৃস্টির
বন্ধুূদের আডডায় দেবো প্রাণখোলা সতেজ ভাষণ
কল্যানীয়া,  তুমি কেমন আছো ?

আজ আমার মন ভালো।
******************************