অনেক কান্নার জল জমে আছে বুকের ভেতর
অনেক বিয়োগে শোক হয়ে গেছে শোকের পাথর
কোন এক ছোবলে আমিও যাবো চলে গহীন অন্ধকারে
কেন যেন তারপরও মনে পড়ে তারে!
আহা পোড়া মন!


ঘাটে বাঁধা তরীখান নিয়ে
মাঝ নদী পাড়ি দিয়ে ফিরে, কেন যেন আঁখি টলমল
আহা নদী! তোর বুকে নাই আর জল
জীবন মৃত্যুর এই অন্ধকার খেলা
কোন দিকে নিয়ে যাবে, কোন ঘাটে ভিড়বে বেহুলার ভেলা--স্মরণের ওপারের ডাকে
আহা পোড়া মন!  মন পড়ে থাকে।


বালক বেলার হাসি হুল্লোড়ে মাতামাতি
জীবনের উম্মুল যৌবন-
কাটালো কি কাটালো না মন
একান্ত আপনার করে। মন শুধু মন পড়ে থাকে
আহা পোড়া মন! ভুলি কি করে ?_________________________
টুঙ্গিপাড়া,