চমকে উঠি
তবুও প্রহর গুনি ভরপুর
বুকে বেঁধে রাখি আকাঙ্ক্ষিত সোনালী দুপুর!
আরেকবার মুগ্ধ  হতে চাই
আরেকবার কাঁকনের শব্দে থমকে যেতে চাই
দেখতে চাই
উঠোনের পাশ দিয়ে  হাঁটা সেই দুরন্ত কৈশোর
উড়ুক্কু ভালোবাসা
মোহন বাঁশীর মতো চেনা কণ্ঠস্বর।


হায়! আমি শুদ্ধ হয়ে যাই বার বার
খুলে রাখি বেদুইন জানালা, স্মৃতি তমসার!


ঘুম নেই। কেবল  এক বুক স্বপ্নে ব্যাকুল
জানুক পৃথিবী
কোন সন্ধিক্ষণে কোথায়  হবো মিল
যুগল ঠোঁটের পর
এখনো কী ভাসে সেই মোহময় তিল !!
================================
টুঙ্গিপাড়া,