শুনে রেখো,
এখন আর কারো আসবার প্রতীক্ষায় নেই আমি
আমাদের হয়েও হলো না প্রেম
হলো না তেমন করে স্বপ্নের জানাজানি
গেলো না চলে অন্তর হতে দুঃখের কোলাহল


আমি আর দেখতে যাবো না
সোমত্ত নদীর বুকে আছড়ে পড়া ঢেউ
দুইপাড়ের অশ্রুর প্লাবন, জন্মাবধি বয়ে চলা
সময়ের সাতকাহন
দেখতে যাবো না আর
জীবন কেমন করে প্রতিদিন রঙ পাল্টায়
কেমন করে সিঁড়ি ধরে পুরাতনী পথ ভুলে যায়।


বুকের গলিতে রেখেছি ঝুলিয়ে বিরহের স্টেশন
বহু দিনের না পাওয়ার দীর্ঘশ্বাস
থাক, চাপা পড়ে থাক
হৃদয় পুড়ে হয় হোক খাক
                          চাপা পড়ে থাক।


জানি আমি,
হয় না পূর্ণ জীবনের সব ভালোবাসাবাসি
না হয়, কিছুটা আরো হবে দীর্ঘতর
শূন্যতা পূরণের-


এইটুকু সুখ পাই
তোমাদের মন আজ উষ্ণতায় উড়ছে হাওয়ায়
আলোকের ঝর্ণাধারায়
তোমাদের ভোরের চাতালে শালিকের ঝাঁক
মিহিদানা শস্যকণা খেয়ে খেয়ে বাঁচছে কবুতর
আনন্দে নাচছে সময়


অযাচিত আমি আর নাই বা হলাম।


আর কারো আসবার প্রতীক্ষায় নেই আমি
আমাদের হয়েও হলো না প্রেম
হলো না তেমন করে স্বপ্নের জানাজানি।