মাথার ওপর অনেক প্রেসার
চলছে সময় টেনশনে
আজকে আমার বাস বসবাস                      
বেতন বিহীন পেনশনে।


                  রোজ মেখে খাই দুধ মাখা ভাত
                  জানে পাড়ার পাঁচজনে
                  আমার এখন সুখ পারিবার
                  খুব ভালো কয় সজ্জনে


চলন বলন সাঁটের বাটের
জানুন আমার স্বভাবটা
বাজার গেলেই ঠিক দেখা যায়
চলছে কেমন অভাবটা।


                 ঘরখানা ঠিক কুসুম কানন
                 খাই সকালে পান্তাভাত
                 চাঁদের আলোর ভুবন আমার
                 দিনদুপুরে আন্ধারাত।


আদর সোহাগ প্রেম বিনোদন
দরিদ্রদের থাকতে নেই
ঐ সবার ওপর মানুষ সত্য
এ কথাটার কদর নেই।


               সময় এখন জোর জুলুমের
               যেমন পারো খাও চেটে
               গরীব দুঃখীর অভাবই সুখ
               খাবার তাদের নাই পেটে।


আমার বেলায় চলছে না আর
কোনই কথার ফুলঝুরি
আহা! সব ভুলে কি করতে পারি
তাহার মনের ঘর চুরি?


              নাই টাকা নেই পোশাক আশাক
              গায় গতরের শক্তিটা
              জনম ভিটের রক্ষারও নেই
              সত্যিকারের লক্ষ্মীটা।


মাথার ওপর অনেক প্রেসার
চলছে সময় টেনশনে
আজকে আমার বাস বসবাস                      
বেতন বিহীন পেনশনে।