আজন্ম দেখেছি তারে আধো হাসি জোছনায় ছোঁয়া
নদীর জলের ঢেউয়ে রূপালী মাছের মতন
প্রাণের উচ্ছল ধ্বনি আর সূর্যাস্তের আরক্ত উৎসবে।


বহমান স্পন্দিত জীবন ধীরে ধীরে
স্বপ্নের কৈশোর তারুণ্য যৌবন ছুঁয়ে মিশে গেছে
কালের সীমায়
আজও সেই স্মৃতি ধরে হাঁটি বিনিদ্র দিবস রাতি।


যখনই দাঁড়াই কাছে, দেখি এই স্নিগ্ধ দেশ মাটি
অশান্ত শ্রাবণ ধারায় ধ্বস নামা দেহে
সংবেদী স্নায়ুর সেই দান্ত অনুভবে
করুন আর্তির চিঠি, এখনো ঠোকরায় মন্বন্তর চোখ।


আহা! এলাম তো কতকাল,
বুকের নিঃশ্বাসে কেন আজও পারি না ভেজাতে বুক
কেন যে পারি না
নীলাভ স্বপ্নের তীরে সোঁদা গন্ধ ছুয়ে
বারবার আশার বসতীতে ফিরে যেতে ?


আশ্চর্য বাঁধার পাহাড়ে বাঁধা সাহসের হাত
নিষ্ঠার চৌকাঠ ছেপে উঠুক ফুঁড়ে।