খবর আসে
মরুর নীচে এখনো আবিষ্কৃত হচ্ছে মমি
রাজা রাজড়ার সম্পদ সোনা রূপা হিরে জহরত
তার সাথে হিরন্ময় ইতিহাস
মানুষ এখনো খুঁড়ছে পাতাল, দেখছে অতীত
কতটাই বা জানে তার ভবিষ্যৎ ?


জানি, আমিও জানিনা আমার ভবিতব্য
অতীত ভেবে করবো কী আর?
অতীতের বাগানে রোপন করা স্বপ্নবীজ
বলে দেয়,অতীত ছিল কতটা আলো আর অন্ধকার।


মোহগ্রস্ত জীবনের কাছে বারবার পাখি হয়ে উড়ি
বারবার তবু অতীত হাতড়ে দেখি
দেখি,অতীত দাঁড়িয়ে আছে অতীতের যুদ্ধের মতো
কোন সীমান্ত চোখে পড়ে না
পচনলাগা মন কোনদিকে গেছে চলে, জানতে ইচ্ছে হলেও আকাঙ্ক্ষা ফেরে না আগের মতন
আকাঙ্ক্ষারা চিরকাল খোলস পাল্টায়।