আলো অন্ধকারে একা একা বসে থাকি
কেননা অবহেলা বাগানে আছি রাতদিন
পোষ মানা কবুতরগুলো বুঝে গেছে, বিড়ালগুলো
বুঝে গেছে, বাড়ির চড়ুই অথবা অন্যপাখি
গানগুলো তাই গানের মতো মনে হয় না
বিকেল বেলাটা আকর্ষণ করে না
মধুমতী আর টানে না আগের মতো
পাড়ার ছেলেদের ঘুলঘুলিও-


ভেবেছিলাম এই আলোয় এই অন্ধকারে
কেউ এসে মেলাবে দক্ষিণ হাত
বলবে এসে, "চলো কবিতা রাজ্যে ঢু মেরে আসি
চলো যাই খুঁড়ে যাই তৃষ্ণার অতল
যে মুক বধির অন্ধ নুলো তারও প্রাণে গেঁথে দেই
প্রতিভার তুমুল আকাঙ্ক্ষার বীজ।"
অথচ স্বপ্নেরা স্বপ্ন দেখাতেই ভালোবাসে
দুঃখেরা দেখাতে দুঃখের ঘর
আকাশ যেমন অবিরত কান্নাকে বাসে ভালো।


তাই বলে দুঃখ দারিদ্র্য আর অবহেলা বাগানের
অযত্ন করবো না কোনদিন
জলের স্পন্দনে হৃদয়ের আলিঙ্গনে
আকাঙ্ক্ষার চারাগুলো সতেজ হবে নিশ্চয়
পোষমানা কবুতরও পেখম তুলে গাইবে
বিজয়ের সংগীত।