রৌদ্রতাপে দামের আগুনে পুড়ে যাচ্ছে দেশ, মাটি, মানুষ
উদার আকাশ হতে নামছে না স্বস্তিকর বৃষ্টি একটুও


দেখছি,
হ্যাঁ পষ্ট দেখতে পাচ্ছি-
ধীরে ধীরে পা দু'খানি টলছে তোমার
ভারে, ধারে, ভুলে
সকল ঘাটতি এসে খামচে ধরবে জেনেও বড্ড বেশী বাড়াবাড়ি করছো এতদিন
এবার অন্তত লম্ফ ঝম্ফ কমাও, রাশ টানো অহমিকার
মানুষ কিন্তু বুঝে গেছে কতোটা দৌঁড়ানোর ক্ষমতা তোমার!


পুড়ে যাচ্ছে মাটি, বায়ু, সন্তানের উদর
পুড়ছে ভবিষ্যৎ, সুশিক্ষা, হাজার বছরের কৃষ্টি  
এখানে দূরাশা কিম্বা ক্ষণপ্রভা দিয়ে আমার কোন কাজ নেই। আমি মাটির শানকি ভরতি ভাত চাই
আমি আবার মেলা, খেলা, গান আর ধানের বাংলা চাই


পারলে ফিরিয়ে আনো,
                 "মাথা উঁচু করে বাঁচবে মহাকালে--"


এ গ্রহের যা কিছু আমার, নয় কি প্রয়োজন সময়ের সুচারু ব্যবহার?


একবার অন্তত চোখ মেলে দ্যাখো, প্রকৃতিকে দেখবার মতো দ্যাখো, " আকাশ ছোঁয়া প্রগতির নীচেও কালো অন্ধকার।"