বুঝে গেছি  তবু নিশ্চুপ
নিরুপায় দাতে দাত কাটি, কখনো নখ
গলিমুখে জোরকদম চলছে আলাপ,পালিয়েছে চাঁদ সূর্য অন্য নক্ষত্রের ছায়া
মড়ক ছাপিয়েছে যুবকের সুখ, দাম্ভিকতা
নিশাচর পাখিও কান্না ভুলেছে আগে
তাই ফুলগুলো ঝরেছে রাতেই।


বোতলে গ্যাস নেই। রান্না চড়েনি
স্নান শেষে ভেজে খাও রাতের কুসুম
আর হোগলার বনে শুয়ে দেখো রৌদ্রের আড়ৎ
ভীষণ ঠাণ্ডা ঘুম
দেহের ওমে গড়গড়িয়ে চলছে স্বদেশ।


বাজার পুড়ে যাচ্ছে অহমিকায়
গরীবের শূন্য পকেটে আসেনা পহমের লোভের টাকা


যার যায় সেই বোঝে কতটা গেলো
পেছন দিকটায়
****************************
০৬-১০-২০২০