একদিন প্রেমিকেরা সুপুরুষ হবে
ভ্রষ্ট হবে না আর
কষ্টের মজুরী করে সোনায় ভরবে দু'হাত
নিশ্চয়ই রাস্তায় ধর্ষিতা হবেনা নারী
পাড়ায়, মহল্লায় কিংবা রঙমহলে ।
নিশ্চয়ই প্রেমিকেরা ভালোবাসবে স্বদেশ
প্রিয়মুখ মা-বোন, প্রেমিকারা উড়াবে পতাকা বিজয়ের।


দেখো, একদিন প্রেমিকেরা গেয়ো পথে
শহরের উচুতলায় বুনবে খুশী
অফিস, শ্রমালয়, শিক্ষাপাড়ায় নিশ্চয়ই হবেনা কেউ বিরাগভাজন
অভাগার দুর্গতি হতে, প্রেমিকের হবে কাড়াকাড়ি খুব।
ছেলে ভুলানো রাজনীতি পথে
বড়লোকি ধ্বংসের তকমা পেতে
মিলবে না স্বশিক্ষিত যুবক প্রেমিক
প্রতিজন মহাজন ধনে জ্ঞানে মনে হবে একদিন
হবে একদিন প্রেমিকেরা সিংহপুরুষ।


দেখো,
একদিন চাষীরা প্রতিজন হবে শেখ মুজিব
হাটে ঘাটে মাঠে ফুলে ও ফসলে হবে বিপ্লবী প্রেমিক প্রবর।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,