শরীরে রোগ ব্যাধি এমন বাসা বেঁধেছে
ভাবতে পারিনা কবিতা
সাজাতে পারিনা শব্দ, বাক্য
শব্দেরা মাথার মগজে খেলেনা হলি।


কোন প্রেমিকা মেসেঞ্জারে জিজ্ঞাসে না
কোথায় কেমন আছি
পাহাড়িয়া ঝরনার হড়কা বানে ভেসে যাই
নাকি ডুব সাঁতারে কাটাই মেঘদুপুর।


কোন বন্ধু প্রিয়জন নিকটে এসোনা
বুকের নিঃশ্বাসে বড় বিষ
চলছে আমার চরম দুঃসময়


তামাটে সূ্র্যের ওপারে প্রতীক্ষা করো
সুখের ডম্বরু বাজায়ে আসবো নিশ্চয়।