আজও কেউ এলো না উড়িয়ে স্বজন বাতাস
মেললো না পাখা, পাখী আর পরীদের
আজও আমার আঁধারের বসবাস
যাকে আলো ভেবে ভালোবেসে বলেছিলাম,
একটি সুগন্ধিত সময়ের কথা
সেও আজ জানিয়ে গেলো,
চলছে আমার দু'বাহুতে তুমুল অসুখ--


কী করে বলবো তাকে?
দাঁড়ালে রোদ্দুরে নেমে আসা তুমুল অভাব
কতদিন  থাকবে পাশে, কতদিন তার বসবাস?


তারও তো জানা থাকা দরকারঃ
রাত শেষে দিন, দিন শেষে রাতের আঁধার
নিশ্চয়ই একদিন দূর হবে অভাবের সোমত্ত সংসার।