এখনো ইচ্ছেগুলো জেগে আছে
সোনালু ফুলের মতো
ভেতরে খা খা চৈত্রের উত্তাপ
সারাক্ষণ মায়ের উচ্চারণে আঁকি প্রার্থনা
তবু বুকের ভেতর
ঘাপটি মেরে থাকে অদ্ভুত এক যন্ত্রণা।


পশ্চিমে হেলে গেছে বেলা
জীবনের প্রতিচ্ছবি বারংবার পাতা উল্টায়
ফেরে না ফাগুন, ফেরেনা কৈশোর-


ধীর পদভারে চলে যাচ্ছি আমি আমরা
পরাজয়ের অন্ধগুহায়
ভগ্ন ইচ্ছেরা যতই আওড়াক স্বপ্নের প্রতিশ্রুতি।


যদিও ভাবতেই ভালো লাগে
শব্দকে জুড়ে জুড়ে নিরন্তর চলছে
যে জোড়াতালি খেলা
প্রজন্ম হতে প্রজন্মান্তরে রয়ে যেতে পারে
সেই আক্ষরিক কবিতার বীজ।