মাঝে মাঝে পাঠে বসি দুপুরের রোদ
তপ্ত কৈশোর
মাঠের পারের দেশটা দূরের
হিজলের ফুলে ডোবা চৈতি বিকেল
অথবা হুডখোলা গাড়ি চড়ে ছুটে চলা স্বপ্ন অপরূপ।


পড়তে পড়তে ফিরে যাই ছায়াহীন
আয়নার দাড়ে মেলে দেয়া বয়ঃসন্ধি দেহ
ফিরে ফিরে যাই সন্ধ্যার মায়াবী  মেঘে
জল কনা গচ্ছিত পূরবী দেশের পূর নারীর টানে....


ওই তো দূরে আরো দূরে উড়ে উড়ে নীড়ে ফেরে
সমুদ্দুর পাখি
রাতের আকাশ এসে মিশে যায় চোখের ওপর
কলার মোচায় বসে মৌ চোষে বাঁদুরের ছানা
হুতুমের মুখখানি গোল হয়ে তাকায় স্বদেশ
ওই খানে মিলে গেছে সন্ধ্যার আলোর অধিকার।
*********************************
টুঙ্গিপাড়া,