থু থু দিয়ে মুছে দেবো ঘৃণার দেয়াল
তারপর ৫০ অক্ষরে লিখবো নাম ধাম পিতৃপরিচয়
তোমাদের ঋণে আমি হবো না ঋণী
হবো না কখনো আর প্রেমের খুনী
যাবো না প্রকাশ ঘরে, দেবো না স্বাক্ষর
তাতে যদি দেউলিয়া হই তো হলাম
যবনের হাতে আমি দেবোনা তুলে আমার সুবর্ণ গ্রাম।

থু থু কেন তার সাথে আরো যত দেয়া যায় ঘৃণা
তাও দেই
দুদিনেই তো দেখছো অমানিশা হারিয়েছো খেই
এতোটা পাগল হলে অথবা মাতাল
মানুষই চাটবে বসে শিয়ালের গাল
তার থেকে, সরো ; সুযোগ রয়েছে ভরপুর
করনীয় যদি কিছু থেকে থাকে থাক
তার আর নেই প্রয়োজন, ওই শোনো সুর
চেতনার অলিন্দে স্লোগানের ভাষা,
আর নয় অপেক্ষা
আবার উঠবে হেসে আলোর দুপুর।