শহরটাতে বাড়বে আবার ভীড় ভাট্টা
আগের দিনের আঁধার কেটে যাচ্ছে যাবে
কতজন যে হারিয়ে গেল, পালিয়ে গেল
ক্ষয়ক্ষতিটা কী রূপ হলো, তলিয়ে দেখার হয়নি সময় খুব একটা
হয়নি সময় অগোছালো মনটা আবার ফিরিয়ে নিতে
ফিরিয়ে নিতে আগের দিনটা
ফিরিয়ে নিতে স্মৃতির দোরে সকাল বেলার গাঁয়ের পথটা।


কবে আবার যাবো ফিরে , সহজ নীড়ে রাত্রি দুপুর
জোছনামাখা
অবুঝ মনে আঁকবো কবে ভালোবাসার সরলরেখা ?
কবে আবার আলোর পথে হাঁটবো সবাই
হাঁটবো ফেলে কষ্ট কান্না শোকাকুলা দুঃখের রাতটা
রাখবো ধরে বুকের মাঝে চিরকালই বসন্তদিন
রুপের ছটা।


দেখবো কবে এই ধরণীর তড়িৎ স্বত্বা
জাগছে ঠিকই আগের মতই, ভাসছে ঠিকই নীল নীলাভ
ওই আকাশটা।