ওর নাম আলো
ওকে আমরা চিনি, দিনের বেলার মতো
শশব্যস্ত মানুষ সকল তার প্রয়োজনেই চেনে ওকে
ওর প্রয়োজনে কেউই চেনে না ওকে
রোদে পুড়ে সবুজ জমিন যেমন ঝলসে যায়
আলোর আলোয় পুড়ে রাতভর ঝলসে যায় বহু যুবক
কাঠ কয়লা যেমন অঙ্গার হয়, মানুষগুলিও
অথচ নিবারিত দুঃখগুলো উসকে দিয়ে রাজপথে বেহায়া বেশরম, প্রতিদিন তৃপ্তির ঢেঁকুর ছাড়ে
এই দেশ এই মাটির উন্নতির সিঁড়ি বেয়ে
সে পৌঁছে দেবে আমাদের অমৃতের ঠিকানায়
যেখানে আলোরা আলো দিয়ে যাবে সৌখিন


কখনো কি ভেবেছো বনিক,
বানিজ্য পথে কেউ হেরে যাক, উঠুক লাটে?
কেউ যদি জলে ডোবে ডুবুক রাতে?
আলোময় পৃথিবীতে আলোরাই হারে প্রতিদিন
তবু তারা দেহে মনে দুই হাতে এদেশ কে দিয়ে যায় ঋণ।
__________________________
টুঙ্গিপাড়া,