মন মাঝে খেলছে আকাঙ্ক্ষা সবুজ
যায় বয়ে মাতাল বাতাস
ভাবনারা বজ্র হয়ে ফেটে পড়ে বুকের ভেতর
পারিনা ফেরাতে তারে
আহা! অমূল্য মুহূর্ত বুঝি যায় কেটে নষ্টের দলে!


জানি, এখন শ্রাবণ দিন
যেমন অতল স্পর্শ করে যেতে যেতে
বৃষ্টি নামায় উঠোনের মেঘ
ভেতরে ফেনিল বুদ্বুদ আর ব্যর্থতার উত্তাপ
তবু দৃষ্টি শূন্য দিগন্তে চলে স্বপ্নের পায়চারি
ঘুমঘোরে আঁখি মেলে বোধের পূর্ণিমা
আশাগুলি দেখা দেয়
যেন নাচছে অদূরে অপার আলোর ঝলকানি।