আঁধারে থাকতে চাইনা, আলোয় যেতে চাই
আমাকে নেবে না ?
ফুল গুলি মুখ লুকিয়েছে আঁধারের দেয়ালে, শয্যার করোটিতে হিম শীতল স্পর্শ রেখে গেলো কারা
দৃশ্যপট বদলে এখন কোন অঙ্কের চলছে অভিনয়
জানতে হবে, জানাবে না ?


আঁধারে থাকতে চাই না আর
তবে অরুণ আলোয় তেতে বিষাদ বারুদ হবো না
বলে, সুখের মায়াবী দুপুরে দোল খেতে চাই
দু'বেলা মোটা চালে সবজি ঘষে চাই নামাতে চোখে নিদ্রার কুসুম, সুযোগ দেবে না ?


ফাগুনের গন্ধে রোজ হেরে যাই,
এমনি করে হারতে হারতেই আমিই বিজয়ী হবো, জলে নামতে নামতে রোজ ডুবে যাই
স্নিগ্ধ জলে ভেসে ভেসে আমিই তোমাকে ভাসাবো, ভাসবে না?


আঁধারে থাকতে চাই না আর
ঘষে ঘষে দেহকে জ্বালিয়ে তোমার খোরাক হতে চাই না মোটে, নিরাক পড়া সন্ধ্যায় আলোহীন ঘুটঘুটে আঁধারে আর কত ভোজবাজি দেখবো আমি ?
আমাকে যেতে দাও, আমি আলোয় যেতে চাই।


তাবৎ সত্ত্বায় নাড়া দিয়ে যেতে পারি আর নাই বা পারি
কোথাও থেকে তো উঠাতে পারি আলোর রোশনাই।
নিয়ে যেতে পারো আমাকে সঙ্গে, নেবে না?
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া