বৃষ্টি ঝরা দিনগুলি কই গেলো
আকাশ তো আর কাঁদছে না আজকাল
সিঁদুর রাঙা সন্ধ্যা নেমে এলেও
শ্রাবণ শেষে আসছে শরতকাল
শরত মেঘের ফাঁক গলে যেই
জোছনা ছুঁতে বাড়িয়েদিলাম হাত
স্বপ্ন সে তো স্বপ্ন রয়েই গেলো
স্বপ্ন হলেও জোছনা ছোঁয়া যায়না অকস্মাৎ।


আঁধার পাড়ি দিচ্ছি ইদানিং
আলোর সাথে আঁধার সমান্তরাল
চাঁদ সে তো নাই, ডুবছে নদীর গহীন জলে
চোখের তারায় দুলছে চাঁদের আঁধার ভরা রাত
সবাই জানে
আলোর কাছে চিরকালই আঁধার কুপোকাত।


আসুক নেমে মেঘ বৃষ্টি
ভিজিয়ে যাক ফসল ভরা ভুঁই
আলোর ভুবন ভরিয়ে হাসুক, শারদীয়া ফুল
কদম, কেয়া, শিউলিমালা
না হয় এখন ফুরিয়ে গেছে বর্ষার ফুল জুঁই।