এখনো হাঁটি, বাইরে ঘুটঘুটে অন্ধকার
অস্বচ্ছল আলোয় দেখিনা পথ
তবু আমি চাইনা দরদালান, সুখ হেরিটেজ
রাশি রাশি স্বপ্ন পাহাড়,
অফুরন্ত সম্পদ নারী গাড়ি দেহের আহার।


আমি এই
পৃথিবীর জটিল বাগানে চাই ফাগুন বাতাস,
চাই পাখি ডাকা সুরেলা সকাল,
ঝলমলে হাসিতে দুলুক কারো বুকের জমিন,
কারো চিবুকের উঠোনে ভিড়ুক অপেক্ষার ট্রেন।


কোথায় দাঁড়ালে পাবো এমন আকাশ
যার নীচে সোনাঝরা আলোর প্রবেশ??


এমন ভুগোলে বাঁচতে যে চাই
যেখানে প্রেম, যেখানে ভালোবাসা,
যেখানে মমতায় বাড়ানো যায় ভরসার হাত
নেচে যায় আলোয় ভরা সমস্ত দিনরাত।