আমার অনুভূতির রেখায়
জীবনের কাছে এক টুকরা বসন্ত
বড় বেশী প্রয়োজন ছিলো বলে
তুমি আমাকে লিখতে বলেছিলে প্রতিভা
তাই আজও আমি চেয়ে থাকি অবিরাম হৃদয়ের মাঠে
আজও আমি বসে থাকি কবিতার খাতা হাতে
পৃথিবীর বুকে লিখে রেখে যাবো স্মৃতি
এঁকে দেবো গাঢ় লাল টিপ
হারানো স্বজন যদি ফিরে আসে--


ভেজা কুয়াশায় পথ বেয়ে এইখানে
এই পৌষ নবান্নের মাসে
আজও আমি বাঁধি বুক নতুন আশায়
বিবর্ণ এই শীতের রাতে
পায়ে পায়ে যদি ফিরে আসে
একটি সোনার চাবি তোমাকে পাবার
একটি অদ্ভুত বিষয় তোমাকে লেখার
একটি মহৎ প্রীতি এবং ভালোবাসিবার


★★★★★★★★★★★★★★★★★★★★★
রচনাকাল ০৩/০১/১৯৯৫,সোনাডাঙ্গা, খুলনা।
লেখাটি অগ্রন্থিত এবং যে রকম করে খাতায় লেখা,
সে রকমই তুলে দেয়া।