আমাকে রাখুন চিনে
আমি শরৎ বাবুর প্রথম প্রেমের সাক্ষী অদ্বিতীয়
শীতরাত্রির অবিচ্ছিন্ন সহযাত্রী এক
আমি চিরকাল এক নির্বাসিত সান্ধ্য নাগরিক
জলহীন হাওয়াহীন গুমোট নগরীর বুকে
তবু আমি টেনে দেই আশা আর আলোর ইস্কুল


যদিও এ প্রেমের বাগান নিঃস্ব এখন
ব্যথার পৌষে ফুটছে না হিমাচ্ছন্ন ফুল
ভাঙনের তীব্রতায় ছুঁয়ে গেছে মেঘেদের দল
উবে গেছে সুখ বারতা
এখানে এখন রাতের নির্জনতা বেয়ে নেমে আসে-
অসংখ্য কান্নার স্বাধীনতা
হাওয়াদের ফিসফাস, বিষাদের আর্তনাদ
বাঁ পাশের ধুকধুক শব্দের লহরী
বেদনার ধারাপাত।


বলছি, তবুও আমাকে চিনুন,আমি কেবল শব্দ নই
অক্ষর সাজাতে ভালোবাসি, সুরহীন নগরীতে
তুলে আনি সুর আর কাব্যের তুফান
যা-ই আপনি বলুন না কেন, আঙুলের ডগায় আনি
অগণিত শালবন, তরুবীথি ছায়াতল, আকাশের তারা
আর পাখির গুঞ্জনে ভরে রাখি প্রেমিকের অঞ্চল।