আমাকে জড়িয়ে থাকে বিষণ্ণ সকাল
আমাকে জড়িয়ে থাকে না পাওয়ার সাম্পান
কেন যে উতলা থাকি আজকাল? কেন যে ভাবনার গভীরে ডুবে যাই - পারিনা আনতে তুলে আনন্দ অফুরান।


দেখি চোখ মেলে, শালিকেরা জোড় বেঁধে বেড়ায় নেচে, চড়ুইয়ের ঝাঁক এসে পড়ছে উঠোনে
পোষা কবুতরে ডাকছে বাক বাকুম
পাখিদের গাছেদের বাতাসের নেই কোন অগোছালো ভাব
গোধুলির মায়াবী আলো নীরবে আঁধার হয়--
চোখ শুধু চেয়ে থাকে অজানার অপেক্ষায়
আমাকে জড়িয়ে থাকে নানাবিধ বিষণ্ণতায়


জীবনের জোনাই জ্বলা আলো আর অন্ধকারে
কত যে স্বপনের বীজ রোপিত হচ্ছে প্রতিদিন
কত যে নিঝুম দ্বীপে বাড়ছে চলাচল
মেরু নদী ঝঞ্ঝা বিক্ষুব্ধ মন তবুও উতলা থাকে
তবুও না পাওয়ার নেশা যেন ডাকে বারবার।