সেই কবে আমি ছেড়েছি আমার ঘর
সেই কবে আমি হয়ে গেছি কবিতায় নিশাচর
ঘুম জাগানিয়া অহোরাত্রি স্মৃতির কবুতর!
অগ্নিভ সকাল পেরিয়ে দুপুর, আলো আঁধারির খেলায় কখন যে চলে গেছে ফাগুনের মাঠ, বিস্তীর্ণ  হিমালয় মুগ্ধ চাঁদের জোছনার পর কখন যে পাখি ডাকা ভোর এসে লজ্জায় মুখ ঢাকে প্রৌঢ় নিখিল,
কে রেখেছে কবে সে খবর
কেবল যত্নের বেদনার ভার এইতো আমার।


সেই কবে আমি হয়েছি আমার পর
একবুক জ্বালা, অসুখের মাঠ, রুদ্র তেপান্তর।
খুঁজে চলি তাই
ব্যস্ত নগর বন্দর ছেলে বুড়ো সব প্রেয়সীর অন্তর
খুঁজে ফিরি আমি আমার আমিকে অঙ্কুরিত অধিকার।


জানিনা কবে ফিরে যাবো ঘরে, যাবো কী যাবো না
পাবো কী পাবোনা অতল স্পর্শরে
এই পৃথিবীর পর
চাঁদ তারা থাক যেমন ছিল, কেবল সময়টা পাল্টাক
আমার আমিরে চিনে নেই পথে
আমি যে আমার পর।
****************************************
টুঙ্গিপাড়া,