এ্যালবাম হতে খুলে নিয়েছি অপরিচিতার ছবি
ওখানে রেখেছি কিছু পাখিদের নাম
স্মৃতির পাখিরা রোজ আসে রোজ যায়
টেবিলে আছে আধো খোলা এক খাম
যে লেখার সে লিখেছিল এককালে
রৌদ্রতপ্ত হৃদয়ের যতকথা
পোড়া মানুষের ছাই নিয়ে আঁকি মন
মনকে আমার উড়াই যে সারাক্ষণ


হিমালয়! সে তো হিমালয়ে আছে পড়ে
হিমঘরে যত কুয়াশার হাতছানি
তবু নোটখাতা বারবার তুলে আনে
এই দেশে ছিল এখনো আছে সুখ স্বপ্নের রবি।


বয়স কখনো হেলা করে নাই বলে
শ্রমের রাখাল জ্বালিয়েছে শ্রমে আলো
জ্ঞানের ক্ষেতে চাষ করে বহু জ্ঞান
আঁধার করেছে এই দেশ হতে দূর


আবার তাড়না মনের ভেতর ঘুরপাক খায় বলে
সেই টেবিলে চোখ যায় বারেবার
লিখে গেলো কিনা আধো খোলা এক খামে
প্রেমসুধা কবিতার
পাখির সাথে নামের সাথে লিখি তার পরিচয়
আজন্মকাল চিনি আমি তারে আমার কী যেন হয় !!