কল্পনার যূথী বনে লুকিয়েছো কারা
দিবসের আবাহনে জাগলো যে পাড়া
নীরব নিশীথে কেন এলেনা এপারে
কেন এলে সমাগমে? স্বপ্ন রঙ ধরে।
স্বপ্ন ছুঁয়ে যেতে চাই, স্বপ্নের মতন
জীবনের অলিগলি সুখের লগন।


ভরা জ্যোৎস্নার হাসি চারুকলা মাঠ
চুকিয়ে গিয়েছে চলে বয়সের পাঠ
এগিয়েছে ধীর পায়ে, কবে কোনদিন
ডাক দেবে সমস্বরে হয়ে যাবো লীন
জীবন ফাগুন বেলা আসবে না ফিরে
দাঁড়াবো না কোনদিন মধুমতি তীরে।


কল্পনার যূথী বন কল্পনায় থাক
আমার বদলে কেউ আবার জন্মাক।