আকাশে আধখানি চাঁদের কাছে
হঠাৎ করে প্রশ্ন করেছিলাম,
প্রতিভাদের দুঃখে ভরা দিন, অশ্রুরুধির চাওয়া
কবে  হবে শেষ ?
কেননা আমি ও যে মিশে গেছি প্রতিভার মাঝে
আমার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় তাই
দুঃখ শোকের বড় বেশী দৌড় ঝাপ
দুঃখ তাই সর্বক্ষণ
সান্ত্রীর মতো উদ্ধত সঙ্গীন নিয়ে করছে উপহাস।


চাঁদ কি উত্তর দেবে তার  !
চাঁদ তো নিজেই এক দুঃখের আকাশ
আজীবন  জ্বলে জ্বলে পুড়ে পুড়ে বিলোচ্ছে শোক
সঙ্গীহীন রাতদিন জেগে থাকা উপোষ।


আমি তাই হেঁটে হেঁটে পার হবো ভিন্ন লোকান্তর


প্রতিভা আমার বলে, উড়ন্ত চুমু এঁকে
প্রশান্তির পরশ বুলিয়ে দেবো তার গায়।


বলব হেসে, দুঃখ শোকের পৃথিবীতে কিংবা চাঁদের দেশে
দুঃখ কিছুই নয়
দুঃখের সাথে যুদ্ধ করে
ভালোবাসার গড়বো নতুন ঘর।
********************************