এখানেই জন্মেছিল চোখাচোখি খেলা
এখানেই মিলিয়েছিলাম দুইজনের ঠোঁট দুইবেলা।
আহা! সেই দিনগুলি হারালো কোথায়
গেলো যে কোথায়
সোনালী ধানের ক্ষেতে হাঁটা সেই কুঁচবরন কন্যায়?


আরেকবার আসতো যদি
সেই বেলা সেই ক্ষণ প্রবহমান নদী
আরেকবার হতো চোখাচোখি
সত্যিই বলতাম তারে
আমি সখা তুই আমার সখি।
___________________________
৩০/০৭/২১