আমি এক উজবুক
না বুঝেই সোমত্ত নারীর বুকে দিয়েছি চুমুক
কতটা করেছি ভুল কতটা উসুল
যে বোঝার সে-ই শুধু, না হয় বুঝুক।


যে আমারে জেনেছে জানুক
কতটা রুক্ষ এ মন কতটা ভাবুক
অথৈ নদীর জলে দিয়েছি সাঁতার বারবার
তাতে যদি আসে কেউ, না হয় আসুক।


আমি এক উজবুক
না বুঝেই আয়ুর চুমুকে চেয়ে গেছি সুখ
যদি বলি মেটেনি স্বাদ জীবনই যে বিস্বাদ
সুখের বদলে না হয়, দেহমনে বাড়াই অসুখ।