১)
তোমাকে পেলে-
আরেকটু দীর্ঘ হতো দুঃখ জীবন
আরেকটু বৃদ্ধি পেতো তৃষ্ণার্ত রাত
পাখিগুলো ঘুম চোখে রেখে যেতো ভয়ার্ত স্বর
বিলুপ্ত হতো সব প্রাপ্তির সোমত্ত পালঙ
সেই তোমারই ভাঙি অভিমান
তুমি এগিয়ে আসো পায়ে পায়ে আলোর উপমায়।


২)
জেনে রেখো হে! পূর্ব-পশ্চিম
তোমাদের প্রান্তে আলো আর আঁধারের যোগ-বিয়োগ
শিকারী পাখির মতো আমিও বসেছিলাম একদিন
সেই আমারই তুলে নিলাম চূড়ান্ত অভিমান,
আলোয় বিচ্ছুরিত হবো একদিন।