সুদীর্ঘ অপেক্ষা, পাললিক নদীতীরে
ডেকে চলে সময়ের পাখি, ঠোঁটের স্বপন
বাঁশঝাড়ে আটকে থাকা চাঁদ
বাতাসে নাড়িয়ে যায় জোছনা চমক
মন হারা হয়ে আর কী হবে
আকাশ নিকষ কালো হলে, উঠবেই ঝড়।


বাতিঘর ঘোর অন্ধকার
যেন মধ্যপ্রাচ্যে আজ জ্বালানির সংকট
মনপ্রাচ্য ঘুরছে টালমাটাল
দেউলে হতে বাকী আর খুব বেশী নাই
মলিন অপেক্ষার।


ডুবছে সূর্য পশ্চিমের
সবকিছু ডুবে যায়, সময়ের অদৃষ্ট চাকায়
জেগে থাকা একমাত্র ধ্রুবতারা
শিরদাঁড়া সোজা করে মুগ্ধ করে উত্তরাকাশ।