আলো আঁধারির মতো রহস্যময়
থেকে গেলে তুমি। অবাক দেহ মেলে
বহুবার রাঙালে জনপদ
ভাসালে সুরের ভেলা নূপুরনিক্বণে
রাত জেগে জেগে তবু শুনি অপেক্ষার বাঁশি।


হায়!
আলেয়ার উৎভ্রান্ত আলোয় নেচে যাই
ফেলে যাই পলাতক ছায়া
কখনো সুর কখনো রঙে। আলো চোখে
মরীচিকা ফুল, তবু আলো আলোকিত হোক
দূর হোক স্বপ্নের শোক।
****************************
টুঙ্গিপাড়া,