বহুকাল বসে আছি, মাঠে ঘাটে বিভাজিত সন্ধ্যায়
উড়ছে ঘাসফড়িং আর নানারকমের পোকা
চারপাশে কুঘ্রাণ, তামাসার হাসি
কথাদের বরখেলাপ আর ধোকা।
যারা যারা মরে গেছে কোন আর কাজ নেই তার
থাকো নির্বিকার, দেখা ছাড়া নেই কোন অধিকার
এখন সময় যাদের
সুযোগ সুবিধা তাদের
নিয়ে নিক যতটা নেবার।
কোটের আস্তিনে সুতো গুঁজে লিখে রাখো আয়ু
রাস্তার পাড় ধরে যাক চলে বিষাদের বায়ু
তারপরও চেয়ে চেয়ে দেখলাম
অন্ধ বধির এক খুলছে ঠিকানা তার
জেলা, উপজেলা,মা-বাবা ভাই-বোন আর তার নাম।