সে অনেক কথা,
স্বপ্নে বিভোর ছিলাম যখন
আকাশ সমান কল্পকথা, মাথার ওপর
বাবা মায়ের ইচ্ছেপূরণ, ভাইবোনেরা, পাড়ার স্বজন
করছিলো যে অনেক আশা
ঠিক তখনই দূরের গাঁয়ে পড়ছিলো কেউ মনের ভাষা
তখন আমার বলার ছিলো অনেক কিছু
ভাবার ছিলো,
আজও আমার কল্পনাতে ভাসছে ভেলা
এই অবেলাও ভাবছি বসে অনেককিছু বলার বাকী
তা বলে কী সকল সময় জোছনা ছেড়ে একলা থাকি?
আজও আমার অনেক কিছু বলার বাকী....


আমার আমি হলাম না আর,হলাম না তো অন্য কারো
একটা জীবন পাগলা এ মন কাটলো যেন কেমনতরো
আবছা আঁধার আবছা আলো দেখছি না যে তেমন ভালো,
তবু মনের তেষ্টা থাকুক, চোখের কোণায় বারুদ থাকুক
জীবন কিন্তু তারেই বলে....


অনেক কথা....
বুকের ভেতর তেষ্টা ভীষণ
এক সমুদ্র ব্যকুলতা, বলার আছে
তবু আমি যাচ্ছি চলে, যাবো চলে নিয়মমতো
বলার যতো থাকলো বাকী, তোমরা বলো
বলবো না কো আমি ছিলেম কপালপোড়া, ভাগ্যহত।