ও' ফোঁটাফুল, লতা গুল্ম সবুজ ঘাস
ও' বৃক্ষ, পাখিসব, শুঁয়োপোকা, প্রজাপতি দল
শুনে রেখো দখনে বাতাস সমুদ্রের জল
একদিন আমিও এখানে জন্মেছিলাম
রাত্রির ঘণ অন্ধকার পাড়ি দিতে এখানেই ছুটেছিলাম
*
জানি, আমিও বিদায় হবো একদিন  
মাটির পৃথিবীতে মিশে গিয়ে আমিও গুল্ম হবো
আমিও খাবার হবো বনের পশুর
মেঘ ঋণী হবো ঝরা বৃষ্টির
ও' চাঁদ-সূর্য সুনীল আকাশ, মেঠো পথ, গাঁয়ের হালট
তোমরাও দেখলে আমায়
পূবের বাতাসে মেশে সীমান্ত রোদ।
*
ছুঁয়ে যাই আজ, যদি বর্ষায় ফোঁটে কিছু প্রিয় ফুল
যদি থাকো কোন ভুলে যাওয়া বন্ধু আমার
তুলে নিও আমার মতন, ভেজা চোখে তৃষ্ণার্ত
থেকো না কখনো আর...........