ওই দু'টি চোখে কী ছিল মোহময় যাদু
কী ছিল প্রশ্নের বাতলানো উত্তর!
কোন সাগর অন্তর্লীন ছিল ওখানে অসীম সময়
জানতে কি চায়নি কখনো মন?
আমি তো দেখেছি কেবল পাতাঝরা রোদেলা দুপুর আর রাতভর আলোহীন কান্নার শৈশব
জীবনের একুল ভেঙ্গে ওকুল গড়া
চোখের তারায় ঝরাফুল হাহাকার অদ্ভুত
দেখেছি ও চোখ বিরান মরু তৃষ্ণার হাট ।


কেন যে বলতে পারিনি কখনো!
ডুবতে পারিনি ও'চোখে তুলে নিতে খানিকটা সুখ
হারানো হিয়ার বেদনা শুকানোর কাল
পার হয়ে বন্ধুর পথ হয়তবা পাড়ি দিয়ে যাবো
একসাথে এক একটি নিস্তব্ধ রাত, বলতে পারিনি।


থেকে যাক অনন্তকাল অনুক্ত সকাল
কষ্ট বুকের।
*****************************
টুঙ্গিপাড়া,