নক্ষত্রেরও মৃত্যু হয় এক সময়
আকাশ পারেনা প্রেম দিতে
ছায়াপথ মেলাতে পারেনা হিসেবের রথ
ছায়াহীন স্বপ্ন হাঁটে  নির্লোভ আলোয়
বেদনা কেন শুকায়ে যাবে বলো
নিত্য চলা মেঠো পথে আজ বাড়াবাড়ি কুয়াশার হাট
বর্ণহীন বায়ুহীন সঙ্গীহীন পাঠ
বিমূর্ত আঁচল, খেলা করে ফেরা নিয়তির চৌকাঠ।


সত্যিই কি উদিত হয়  হাজারো চাঁদ সীমানায়
ধূলিকনা উড়ায়  বাতাস
মানবীয় স্বত্বায় বায়বীয় মনে ?


মনেরও মৃত্যু হয় এক সময়
ভালোবাসতে পারেনা  অপার
নাই নাই নাই
কিছুই পাই নাই  
আকাশ নক্ষত্র চাঁদ শোনায় জনমভর।