মন আকাশে নিত্য জ্বেলে কুজ্ঝটিকার তারা
বালক সকল লোভের পিছে ছুটছে দিশাহারা
তারেই বলে যাই -
তুই কি দেশের বিবেক,নাকি গণতন্ত্রের ভাই?
~
একটা দেশে সুখ শান্তি অন্যদেশে খালি
ফুটছে বোমা মরছে মানুষ হাসছে বনমালী
ভাল্লাগে না আর-
বোধ হারালে কেউ তা ফিরে পায় কি পুনর্বার?
~
হংসরাজের পায়ের তলে পিষ্ট হলো ফুল
তবুও তার চলার গতি নির্ভীক নির্ভুল
হয়তো সেই-ই ঠিক-
মন ছাড়াও অসংগতি চলছে কি চারিদিক ?
~
পুড়ছে সকাল পুড়ছে কপাল দেশের জনতার
পুড়ছে এখন পুড়ছে তখন আগামী  ভাবনার
পুড়ছে মেধার ঘর-
নষ্ট বোধের ক্ষরণ নিয়েই, সবাই ছুটছে নিরন্তর !
~
চলবে কেমন কাটবে কেমন আগামীর দেশটা
ষড়যন্ত্র যুদ্ধবাজি হানাহানি  হবে কি শেষটা
এই যদি হয় তবে-
ইতিহাসের স্বাক্ষ্য বলে, বিচার তোমার হবে।