ঘনায়ে এসেছে উৎসব ভোলা রাত
রুগ্ন যুবক চোখ মোছে বারে বার
বন্ধ্যা আঁধার মানুষের মত হেঁটে
সাদা কাফনের স্মৃতি গুলি যায় কয়ে
মুগ্ধ চাঁদও উঠবে না শেষ রাতে
ক্ষুধার শয্যায় প্রত্যাশা ফুল ফোটে।


তুমি কি জানো না করোটির হাড়
ব্যথায় ককিয়ে ওঠে ?
প্রৌঢ় পৃথিবী কেঁদে চলে অবিরাম
কবে ফিরে পাবে বোধি প্রেম সুস্থতা ??
কবে ফিরে পাবে প্রেম পারিজাত  আখি
বিষণ্ণতায় অপেক্ষ্যমান থাকি।


জানো কিনা
ভুল করে যদি ভাসাই  স্মৃতির ভেলা
যদি ভেসে যায় কারো কারো ছেলেবেলা !
যদি না পাই আলো আঁধারির প্রেম
কী করে উড়াবো ফাগুন ফাগুন খেলা ?
তবে
ফুল পাখি আর আকাশের ছাউনিতে
আলোর মিছিলে রোজ পার হবো খেয়া।
রোজ পেতে চাই মুগ্ধ পৃথিবী, মুগ্ধ চায়ের কাপে
সোনালী সকাল  খুশীর বন্যা ভরা।
**************************
টুঙ্গিপাড়া,