সময় হেঁটে যায় সকল ইচ্ছের বিরুদ্ধে
কীভাবে সময়কে আটকাই ?
কীভাবে রোদের থলি ভরে পার হই শুকনো নদী?
কীভাবে জুড়ে নেবো সমস্ত মেঘ
যেখানে বিন্দু বিন্দু জমে আছে কুয়াশার ঘর।


জানি, বিষণ্ণতায় পেরিয়ে যাচ্ছে রাত
তবু এক চিলতে বিশ্বাসের কাছে জমা করে অবিশ্বাস সামনে এগোতে চাই।
অথচ আলো আর অন্ধকারের মতো বদলে যাচ্ছে বিশ্বাসের হাত।


স্বপ্ন খুঁজেও স্বপ্নের চৈতন্য ফেরেনি বলে
আমাকে ডুবতে হয় হররোজ কান্নার মিছিলে
তবু কী এক চিলতে আশার আলোর ভুবন
হাতছানি দেবে না দক্ষিণে?


অপেক্ষারা চিরকাল সময়ের অপেক্ষায়।
__________________________
টুঙ্গিপাড়া,