অনেক টাকা করছো কামাই
সমানতালে দুইহাতে
এইতো গেলো কদিন আগেও
খরা ছিল শাকভাতে।


                    দিনমজুরের ছেলে ছিলে
                    হইছো তুমি বড়লোক
                    অনেক ছিল অভাব তোমার
                    ছিল মরার বাবার শোক।


টাকার মেশিন ছাপায় টাকা
টাকা দিয়ে কী করবে
টাকায় তোমার সুখের তালাশ
টাকার জন্যেই মরবে।


                   টাকায় কি আর বাজান কবে
                   রোজ টাকা যে পোলটি খায়
                   হাতপা ছাড়া রোজ টাকা যে
                   হাত বেহাতে বদল হয়।


শুনে রেখো হে ক্ষমতাবান
টাকার মতই চেয়ার খান
কখন যেন পেছন হতে
ষড়যন্ত্রী মারবে টান।


                   আজ দেখোনা রিফাত মিন্নি
                   রিফাত হত্যার বিচারে
                   ষড়যন্ত্রের জাল বিছিয়েও
                   এখন ফাঁসির কিনারে।


শুনে রেখো টাকায় কিন্তু
দেখায় নাকো সুখের ঘর
যড়যন্ত্র সকল সময়
করে আপন করে পর।
******************************
টুঙ্গিপাড়া,কবিতাটি ৩০/৯/২০ তে লেখা।