আজ নাকি সারা পৃথিবীতে কবিতার দিন
আর দিনগুলো কেন নয়?


আজ তাহলে কি লেখা হবে বিধিলিপি এই বিশ্বের শতকোটি জনতার কেবল কবিতায় কবিতায়?

আজ কি আর হবে না রন্ধন? পাঠশালা গোশালা
সবশালা কবিতায় সুর দেবে?
কবিতার হবে সয়লাব। তাহলে কী বলবো আজ
সব মানুষেরা কবিতাই খাবে--


কবে থেকে মানুষ বলছে আর লিখছে কবিতা ?
চাষবাস যৌনবাস তারও আগে?


আমি তো জানি কবিতায় সৃষ্টি সব
কবিতাই এনেছে পৃথিবীতে প্রাণের উৎসব।


পৃথিবীতে তাই পাখিদের ক্রন্দন গান
নদী স্রোত পাহাড় ঝর্ণাধারা যাবতীয় কলতান বৃক্ষরাজি আকাশ রোদ্র ছায়া রাতজাগা আবাহন
সবকিছু কবিতাময়,
বলুন না, কবিতা ছাড়া কিছু কী হয়?


মানুষ কেবল তারে করেছে বহন-


কে বললো আজ সারাদিন কবিতার দিন?
আর দিনগুলো কেন নয়?
_______________________
টুঙ্গিপাড়া,
♦এ লেখাটা বিশ্ব কবিতা দিবসের জন্য। যদিও সে দিবসটি কাল ছিল♦