প্রতিভা আমাকে খুব ভালোবাসতো একদিন
এখনো কি ভালোবাসে?  জানা হয়ে ওঠেনি আর
সে কোন জনমে স্বপ্নের বসন্ত ফেরারী হবার পর
এসে বলেছিল, " ভালোবাসি, বড্ড ভালোবাসি
ওই ফুল ওই মধুমতি তৃষ্ণার তুলো উড়া মন "
বলেছিল, "বিরহী জংশন হতে আর একটু তুলে আনো ওই সতত কষ্টের মুখে একবিন্দু বেদনার হাসি।"


জানো?  আজতক পার হলো  অসীম সময়
জানা হয়ে ওঠেনি আর
এখনো কি প্রতিভা আমাকে ভালোবাসে ?
এখনো কি শালি ধানে চিড়া মুড়ি খই  নাড়ু আর নানাপদ পিঠার বাহার
আমাদের গ্রাম্য জনপদে এই শীতে প্রতিরাত প্রতিভোরে নিত্য আহার ?


আমারও তো সাধ জাগে কলাই ফুলে শর্ষের ভরা ক্ষেত
মটর শুটি কিংবা দোয়েলের শীষে হারাই আরেকবার বলি ভালোবেসে
আমি যেন বার বার ফিরে ফিরে আসি এই বাংলাদেশে।
***************************
টুঙ্গিপাড়া,
রচনা ০৫/০২/২০২০