যাবার যে সে চলেই গেছে, অন্য ঘাটের পানসী হয়ে
আমি বা ক্যান থাকবো বসে, তারই আশে কীসের মোহে
কোন সে নেশায় বুঁদ হবো আর কোন সে দেখায় সাধ মেটাবো
হেমন্তেরই সাত সকালে সোনার ধানে মন ভরাবো ?
আলোর পথে হাঁটার ছলে আঁধার পথে মন হারালে
কোন ছলনা বাঁধলো বাসা এই আমারই অন্তরালে?


একটু হেসে বলেছিলে, আমিই তোমার সাগর হবো
উথাল পাথাল ঢেউয়ের সাথে শঙ্খমালা ঝিনুক হবো
জীবন নদী পাড়ি দিতে শেষ পারানির কড়ি হবো
আঁধার রাতে বায়ুর সাথে বকুল ফুলের গন্ধ নেবো
সন্ধাতারা ডুবলে পরে চাঁদনি রাতের আকাশ হবো
ছাতিম তলে শেষ শরতের উদাস করা রাতটি হবো।


এখন তুমি দূর শহরে অন্যজনের ভিতর বাহির
তোমার সুখের ডিগবাজিটা করছো কেন সবটা জাহির
এই দুনিয়া স্বপ্ল সময়, যত্তরকম করছো খেলা
নদীও দ্যাখো যায় শুকিয়ে সূর্য ডোবে সন্ধ্যা বেলা।